Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় আদিবাসীদের মারপিটে ক্যাশিয়ার তপন রায় হাসপাতালে

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশায় হিন্দু ধর্মাবলম্বীদের লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান উৎসবের টাকার হিসাব না দেওয়ায় ক্যাশিয়ার তপন রায় (৫০)কে মারপিট করেছে আদিবাসীরা।
গতকাল ১১ই ডিসেম্বর সকালে পাংশা শহরের নারায়নপুর দত্তপাড়ায় এ ঘটনা ঘেেট। তপন রায় ওই এলাকারই বাসিন্দা।
জানা গেছে, পাংশা বাজারে লোকনাথ ব্রক্ষ্মচারীর তিরোধান উৎসব উদযাপন উপলক্ষে সংগৃহীত অর্থ, (যার বেশীর ভাগই ছিল আদিবাসীদের) তপন রায়ের কাছে গচ্ছিত ছিল। কিন্তু দীর্ঘ দিন অতিবাহিত হলেও তপন রায় উৎসবের আয়-ব্যয়ের হিসাব না দিয়ে গড়িমসি করে আসছিল। এর ফলে তপন রায়ের সাথে আয়োজক কমিটির অধিকাংশের বিরোধ চলছিল। সেই সূত্রে গতকাল মঙ্গলবার সকালে একদল আদিবাসী তপন রায়ের কাছে উৎসবে সংগৃহীত টাকার হিসাব চাইলে সে টালবাহানা করে টাকার কোন হিসাব দিতে পারবে না বলে জানায়। তর্কবিতর্কের একপর্যায়ে তপন রায় একজন আদিবাসীর গায়ে হাত তুললে উত্তেজিত হয়ে আদিবাসীরা তাকে বেদম মারপিট করে। এতে তপন রায় গুরুতর আহত হয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, তপন রায় উচ্ছৃঙ্খল প্রকৃতির। কয়েক বছর আগে পাংশা শহরের দত্তসুপার মার্কেটে বিজিবি’র অভিযান পরিচালনাকালে অসদাচারণ করে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে উদ্ভূত পরিস্থিতিতে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।