Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ই ডিসেম্বর রাজবাড়ীতে আসছেন

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় নামছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বুধবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের পর কোটালীপাড়ায় নির্বাচনী জনসভায় ভাষণ দিয়ে প্রচারণা শুরু করবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ই ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া সফর শেষে ঢাকা ফেরার পথে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে জনসংযোগ করবেন।
দীর্ঘ প্রায় ৩বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজবাড়ী জেলায় আগমনে মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ই ডিসেম্বর সকাল ৮টায় তিনি ঢাকার গণভবন থেকে সড়কপথে রওনা দিয়ে দুপুর ১টায় টুঙ্গীপাড়া পৌঁছাবেন। এরপর দুপুর দেড়টায় বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করার পর বিকাল ৩টায় কোটালীপাড়ায় স্থানীয় কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। রাতে টুঙ্গিপাড়ার নিজ বাড়ীতে রাত্রিযাপন শেষে পরদিন ১৩ই ডিসেম্বর সড়কপথে ঢাকা ফেরার পথে সকাল ১০টায় ফরিরদপুরের ভাঙ্গার মোড় পার্শ্ববর্তী এলাকা, বেলা ১১টায় ফরিদপুরের মোড় পার্শ্ববর্তী এলাকা, বেলা ১১টায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের ট্রাক টার্মিনাল এলাকা, দুপুর ১টায় মানিকগঞ্জের পাটুরিয়া উপজেলার আরোয়া ইউনিয়ন, দেড়টায় মানিকগঞ্জ পৌরসভা, আড়াইটায় ঢাকা জেলার ধামরাই উপজেলার রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন এবং বিকাল সাড়ে ৩টায় সাভারের জালেশ্বর এলাকায় জনসংযোগ করবেন।
গতকাল ১১ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত সফরসূচী সুত্রে এ তথ্য জানা গেছে

আওয়ামী লীগের প্রচারণা কর্মসূচির বিষয়ে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, আগামীকাল ১২ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা শুরু করবেন। প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। এরপর কোটালীপাড়ায় এক জনসভায় বক্তৃতা দেওয়ার মধ্য দিয়েই নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
উল্লেখ্য, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ২রা নভেম্বর-২০১৩ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজবাড়ী জেলার পাংশা উপজেলা সফরকালে পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন এবং ১৬টি প্রকল্প উদ্বোধন করেন।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৫ই জানুয়ারী রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউপির সোনাকান্দরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে এসেছিলেন।