॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনের বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল ১০ই ডিসেম্বর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
গতকাল সোমবার বেলা ১১টায় প্রথমে রাজবাড়ী-১ আসনের চূড়ান্ত ৩জন প্রার্থীর নামের ইংরেজী বানানের ক্রম অনুসারে বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে(ধানের শীষ), বাংলাদেশ আওয়ামী লীগের কাজী কেরামত আলীকে(নৌকা) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসানকে(হাতপাখা) প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের জাহিদ হাসান নিজে এবং আওয়ামী লীগের কাজী কেরামত আলী ও বিএনপির আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের পক্ষে তাদের প্রতিনিধিগণ রিটার্নিং অফিসারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
এরপর বেলা ১২টায় রাজবাড়ী-২ আসনের চূড়ান্ত ৫জন প্রার্থীর মধ্যেও নামের ইংরেজী বানানের ক্রম অনুসারে জাতীয় পার্টির আলহাজ্ব এবিএম নূরুল ইসলামকে(লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর মোহাম্মদ মিয়াকে(হাতপাখা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ নাজমুল হাসানকে(ছড়ি), বাংলাদেশ আওয়ামী লীগের মোঃ জিল্লুল হাকিমকে (নৌকা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ নাসিরুল হক সাবুকে(ধানের শীষ) প্রতীক বরাদ্দ দেয়া হয়।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মোঃ জিল্লুল হাকিম, বিএনপির মোঃ নাসিরুল হক সাবু ও ইসলামী আন্দোলনের নূর মোহাম্মদ মিয়া নিজে এবং অন্য ২জন প্রার্থী জাতীয় পার্টির এবিএম নূরুল ইসলাম ও সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ নাজমুল হাসানের পক্ষে তাদের প্রতিনিধিগণ রিটার্নিং অফিসারের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।
প্রতীক বরাদ্দ দেওয়ার সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলী প্রার্থীদেরকে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নির্বাচনী কর্মকান্ড পরিচালনার আহ্বান জানান।
প্রতীক বরাদ্দের সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানসহ প্রার্থী উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে প্রার্থীরা স্ব-স্ব নির্বাচনী এলাকায় প্রচারণাসহ গণসংযোগে নামেন।