॥হেলাল মাহমুদ॥ আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনে চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে রয়েছেন ৯জন।
তারা হলেন ঃ রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ইসলামী আন্দোলন জাহাঙ্গীর আলম খান ওরফে জাহিদ হাসান।
রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি মোঃ জিল্লুল হাকিম, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি নাসিরুল হক সাবু, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমএনএ আলহাজ্ব এবিএম নুরুল ইসলাম, সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী নাজমুল হাসান, ইসলামী আন্দোলনের নূর মোহাম্মদ এবং জাসদ(ইনু) সুশান্ত কুমার বিশ্বাস।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে ৭জন এবং রাজবাড়ী-২ আসনে ১১জনসহ মোট ১৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
তার মধ্যে রাজবাড়ী-১ আসনে এনপিপির প্রার্থীর এবং রাজবাড়ী-২ আসনে ১জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাছাইকালে বাতিল হয়েছিল। তাদের মধ্যে এনপিপির প্রার্থী আপীল করলেও তা নামঞ্জুর হয়।
অবশিষ্ট ১৬জনের মধ্যে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নিকট রাজবাড়ী-১ আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় পার্টির প্রার্থী প্রার্থী মোঃ আকতারুজ্জামান হাসান এবং রাজবাড়ী-২ আসন থেকে গণফোরাম ও জাসদ-রব এর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এছাড়া রাজবাড়ী-১ আসনে ১জন ও রাজবাড়ী-২ আসনের ২জনসহ বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত মোট ৩জন প্রার্থীর মনোনয়নপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। আজ ১০ই ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে