॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গত ৯ই ফেব্রুয়ারী বেলা পৌনে ৩টার দিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ১০৫ লিটার বাংলা মদসহ রুবেল সরদার(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত রুবেল সরদার গোয়ালন্দের মৈছের মাতব্বর পাড়ার বাচ্চু সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে দৌলতদিয়া যৌনপল্লীসহ বিভিন্ন এলাকায় বাংলা মদের ব্যবসা করে আসছিল। তাকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করে র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
গোয়ালন্দে র্যাবের অভিযানে বাংলা মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
