॥তনু সিকদার সবুজ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্র্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিত উপজেলার ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। অন্যান্যের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল আলিম, জয়িতা বাসন্তী স্যান্যাল, সাজেদা খাতুন, হালিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনার শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য সাজেদা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য অহনা জিন্নাত, সফল জননী হিসেবে হালিমা বেগম. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য বাসন্তী স্যান্যাল এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা রাজিয়া বেগমকে জয়িতা হিসেবে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।