Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় নির্বাচনী অফিস ও সেন্টার কমিটি গঠনে তৎপর আওয়ামীলীগ

॥মোক্তার হোসেন॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিমের নৌকা প্রতীকে জয়যুক্ত করতে নির্বাচনী অফিস ও শক্তিশালী সেন্টার কমিটি গঠনসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনায় তৎপর হয়েছে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কসবামাজাইল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দার জানান, কসবামাজাইল ইউপিতে ৭টি সেন্টার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বাবুপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব মন্ডল জানান, তার ইউনিয়নে ৫টি সেন্টার রয়েছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সমন্বয়ে পৃথক ৫টি সেন্টার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পাংশা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভার মধ্য দিয়ে সেন্টার কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে কমিটি সমূহের পরিচিতি সভা হচ্ছে বলে জানান পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস।
পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস জানান, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে মোট ৬৮টি ভোট কেন্দ্র রয়েছে। নির্বাচনী প্রচার-প্রচারণাসহ সার্বিক নির্বাচনী কর্মকান্ড পরিচালনায় কেন্দ্র কমিটির গুরুত্ব রয়েছে। প্রায় সবকটি কেন্দ্র কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। খোঁজ-খবর নেওয়া হচ্ছে- কোথাও কেন্দ্র কমিটি গঠন সম্পন্ন না হলে সেখানে দ্রুত কমিটি গঠনের কার্যক্রম চলছে বলে জানান তিনি। গত কয়েক দিকে মাছপাড়ার গাঁড়াল, যশাই ইউপির উদয়পুরসহ হাবাসপুর, বাবুপাড়া, মৌরাট, কলিমহর, সরিষা, পাট্টা ইউপিতে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এদিকে গত শুক্রবার সন্ধ্যায় বাহাদুরপুর ইউপিতে উঠান বৈঠকের মধ্য দিয়ে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি মতবিনিময় সভায় উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিলসহ পাংশা উপজেলা আওয়ামী লীগ ও বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।