॥স্টাফ রিপোর্টার॥ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৭ই ডিসেম্বর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পুলিশ লাইনস নতুন বাজারের পাশে নূরে মনির সিদ্দিকীয়া জামে মসজিদের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারতের ফুরফুরা শরীফের পীর মেহরাব উদ্দিন সিদ্দিকী আল-কুরাইশী, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নজরুল ইসলাম, মসজিদ নির্মাণের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান, পৌরসভার ৭নং ওয়ার্ডেরর কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও মসজিদ কমিটির সভাপতি ব্যাংকার তোয়াহা সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।
উদ্বোধনকালে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শুধু মসজিদ নির্মাণ করলেই হবে না-নামাজের মাধ্যমে ইবাদত করতে হবে। তিনি সবাইকে নামাজী হওয়ার এবং তাদের পাশে থেকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান। উদ্বোধনের পর সকলে মাগরিবের নামাজ আদায় করেন।
রাজবাড়ী শহরের নতুন বাজারে মসজিদ উদ্বোধন করলেন শিক্ষা প্রতিমন্ত্রী
