Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-২ আসনে সাবু-হারুন-রাজ্জাক কে হচ্ছেন বিএনপির চুড়ান্ত একক প্রার্থী

॥পাংশা প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায়) বিএনপির একক প্রার্থী এখনও চুড়ান্ত করা হয়নি। ফলে ঢিমেতালে চলছে বিএনপির নির্বাচনী কর্মকান্ড।
গত ২রা ডিসেম্বর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ আসনের প্রাথমিকভাবে মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জাতীয় সংসদ সদস্য নাসিরুল হক সাবু, রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও রাজবাড়ী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুর রাজ্জাক খানের মনোনয়ন ফরম বৈধ ঘোষণার পর থেকে তারা মাঠে রয়েছেন।
এলাকায় রাজবাড়ী-২ আসনে বিএনপির চূড়ান্ত একক প্রার্থী কে হচ্ছেন-এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিএনপি মহলেও এ নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয়ভাবে এ আসনের একক প্রার্থীর চুড়ান্ত নাম প্রকাশ না হওয়ায় বিএনপি নেতা নাসিরুল হক সাবু, হারুন-অর-রশীদ ও রাজ্জাক খানের সমর্থিতরাও দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন।
এদিকে, বিএনপি নেতা নাসিরুল হক সাবু সমর্থিত বিএনপির একাধিক সমর্থকের সাথে কথা হলে তারা জানান, তৃণমূলে নাসিরুল হক সাবুর জনপ্রিয়তা রয়েছে। জনমত যাচাই করে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হলে নাসিরুল হক সাবু মনোনয়ন পাবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তারা।
রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদের সমর্থিত একাধিক ব্যক্তি জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্ব শেষে হারুন-অর-রশিদ তাদেরকে জানিয়েছেন-দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। ফলে তিনি চুড়ান্তভাবে বিএনপির দলীয় মনোনয়ন পাবেন বলে তাদের ধারণা। আবার রাজ্জাক খান চূড়ান্ত মনোনয়ন পাবেন বলেও বিএনপির অনেকই আশা প্রকাশ করছেন।
জানা গেছে, বর্তমান পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী কর্মকান্ড চলছে ঢিমেতালে। চুড়ান্তভাবে একক প্রার্থীর নাম ঘোষণা হলে বিএনপির নির্বাচনী তৎপরতা বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনেও বিএনপির মনোনীত দুইজন প্রার্থী যথাক্রমে ঃ জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়া মাঠে রয়েছেন।