॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাজার বেতাঙ্গা গ্রামের খোরশেদিয়া দরবার শরীফে গাউছুল আজম শাহেন শাহ্ হযরত খোরশেদ চাঁদ(রঃ) এর স্মরণে ৪দিনব্যাপী পবিত্র ওরশ শরীফ গতকাল ৪ঠা ডিসেম্বর রাতে সমাপ্ত হয়েছে।
ওরশ শরীফের তৃতীয় দিনে গত ৩রা ডিসেম্বর সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ মহাঃ রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী প্রভাত দাস বিষ্ণু ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার বক্তব্য রাখেন। এতে স্বাাগত বক্তব্য রাখেন গাউছুল আজম শাহেন শাহ্ হযরত খোরশেদ চাঁদ (রঃ) এর খেলাফতপ্রাপ্ত খলিফা শাহ্ সুলতান জালাল উদ্দিন আল্-চিশতী। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাংবাদিক গোলাম মোর্তবা রিজু ও মোহাম্মদ সোহেল রানা।
অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন মানিকগঞ্জ জেলার হেলাল সরকার ও রাহেলা সরকার। ৪র্থ ও শেষ দিনে গতকাল ৪ঠা ডিসেম্বর রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির।
উল্লেখ্য, বাজার বেতেঙ্গা খোরশেদিয়া দরবার শরীফে এবার ৯ম বার্ষিক পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হলো।