Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত

॥মোখলেছুর রহমান॥ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের কালুখালী উপজেলা পর্যায়ের ২টি ফাইনাল খেলা গতকাল ৪ঠা ডিসেম্বর বিকালে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় মেয়েদের বঙ্গমাতা গোল্ডকাপে বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-১ গোলে বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে এবং দ্বিতীয় খেলায় ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপে আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে রতনদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর, স্বাস্থ্য ও মন-মানসিকতা ভালো রাখা যায়। অপরাধমূলক কার্মকান্ড থেকে বিরত থাকা যায়।
তিনি লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার পরিদর্শক(তদন্ত) মোঃ সহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা খাতুন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাইনুল ইসলাম হাওলাদার, অন্যান্যের মধ্যে উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন, শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অজয় কুমার দত্ত ও রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বের শেষে অতিথিগণ বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন আখরজানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ ও অধিনায়ক রাকিবুল ইসলাম এবং বঙ্গমাতা গোল্ডকাপের চ্যাম্পিয়ন বানজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান ও অধিনায়ক সুমনা খাতুনের হাতে ট্রফি তুলে দেন।