Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলায় বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০১৮ উদযাপনে গতকাল ৪ঠা ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য রোটারীয়ান উত্তম কুমার কুন্ডু, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুন্নাহার বেগম, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাংশা শাহজূঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ আবু মুসা আশয়ারী, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সহ-সভাপতি সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, প্রান্তিক মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী নাজমা কায়কোবাদ ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক ফিরোজ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, পাংশা সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, উপজেলা প্রকৌশলী, মোঃ আলমগীর বাদশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম নাসিম আখতার, শিক্ষা কর্মকর্তা মোঃ বছির উদ্দিন, নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীরসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।