Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভোক্তা অধিদপ্তরের অভিযানে গোয়ালন্দ বাজারের ৩জন ব্যবসায়ীকে জরিমানা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে গতকাল ২৮শে নভেম্বর গোয়ালন্দ বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে অবৈধভাবে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে গোয়ালন্দ ভ্যারাইটিজ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ৫হাজার টাকা, পঁচা-বাসী মাংস ফ্রিজে সংরক্ষণ করার দায়ে জীবন মাংস ভান্ডারকে একই আইনের ৪৩ ধারায় ৫হাজার টাকা এবং দুধে পানি মেশানোর দায়ে আমজাদ শেখ নামের এক দুধ বিক্রেতাকে একই আইনের ৪১ ধারায় ৫শত টাকা জরিমানা করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ২০ কেজি পঁচা-বাসী মাংস এবং পানি মিশ্রিত ৮ লিটার দুধ জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও আভিযানিক দলটি কর্তৃক বাজারের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং সচেতনতামূলক লিফলেট বিলি করার মাধ্যমে সকলকে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।