॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের যৌথ আয়োজনে গতকাল ২৫শে নভেম্বর ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র্যালী, আলোচনা, শ্রেষ্ঠ সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গাভী পালনের জন্য খামারীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
জানা যায়, সকাল ১১টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পতাকা উত্তোলনের পর পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য সমবায় র্যালী বের করা হয়। পরে পাংশা শিল্পকলা একাডেমীতে আলোচনা, শ্রেষ্ঠ সমবায় সমিতি, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গাভী পালনের জন্য খামারীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
পাংশা উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট সমবায়ী এ.বি.এম লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম ও পাংশা উপজেলা সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন নাহার।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পদ্মা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ছাঁয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, ঢেঁকিপাড়াখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, পাংশা কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, শ্রেষ্ঠ সমবায়ী আব্দুল ওয়াহাব, জয়নাল আবেদীন, আকরাম হোসেন, ওয়াজেদ আলী মোল্লা ও ওয়াছেল আলী, বিআরডিবিভুক্ত শ্রেষ্ঠ সমবায়ী রফিকুল ইসলাম ও আব্দুস সামাদকে পুরস্কৃত করা হয়। এছাড়া তিনজন দুগ্ধখামারীকে প্রত্যেকের ১লাখ টাকা করে গাভী পালনের জন্য ঋণের চেক প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহিদুল ইসলাম সেলিম।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, সমবায় বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।