॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল গত ২০শে নভেম্বর বিকালে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন চরগোলাপনগর ঢাকাপাড়া গ্রাম থেকে ১ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর প্রামাণিক ওরফে সাধু(৪০) নামের এক মুদী দোকানীকে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের মৃতঃ আলীমুদ্দিন প্রামাণিকের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীর প্রামাণিক ওরফে সাধু তার বাড়ী সংলগ্ন মুদী দোকানের আড়ালে গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেফতারের সময় তার মাদক ব্যবসার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তার নাম আকিরুল ইসলাম(২৫)। সে একই থানাধীন (ভেড়ামারা) রনপিয়া গ্রামের স্কুলপাড়ার রুহুল শাহ্র ছেলে। উদ্ধারকৃত গাঁজাসহ জাহাঙ্গীর প্রামাণিক ওরফে সাধুকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত জাহাঙ্গীর প্রামাণিক ওরফে সাধু ও পলাতক আকিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে ভেড়ামারা থেকে গাঁজাসহ মুদী দোকানী গ্রেফতার
