Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গ্রীড উপকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ২ মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে বিদ্যুতের গ্রীড উপকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির ২ জন মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ২২শে নভেম্বর তার অফিস কক্ষে এই দু’জনের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন। চেকপ্রাপ্তরা হলেন ঃ রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মৃত হাসমত আলীর স্ত্রী রাহেলা বেগম এবং তার ছেলে কামাল শেখ। তাদের মধ্যে রাহেলা বেগমকে ৯ লক্ষ ৯৩ হাজার ৫৪৮ টাকার এবং কামাল শেখকে ৩ লক্ষ ১ হাজার ৩২১ টাকার চেক প্রদান করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেন, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কর, একই কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী (রন্টু) এবং জজ কোর্টের পিপি এডঃ উজির আলী শেখসহ এল.এ শাখার কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।