॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ১৯শে নভেম্বর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, বিলুপ্ত ও পরিবেশ বান্ধব বৃক্ষ সংরক্ষণের জন্য তাল, খেজুর, সুপারী ও নিম চাষ সম্প্রসারণ কর্মসূচীর আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রদর্শনীভূক্ত কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সকালে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মোঃ মোশারফ হোসেনসহ বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে তাল, খেজুর, সুপারী ও নিমের চারা বিতরণ করা হয়।