Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিশ্ব শিশু দিবসে কালুখালীতে আলোচনা ও পুরস্কার বিতরণ

॥মনির হোসেন॥ বিশ্ব শিশু দিবস উপলক্ষে ইসলামিক রিলিফ বাংলাদেশের আয়োজনে গতকাল ২০শে নভেম্বর বিকেলে কালুখালী সরকারী কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহরাব হোসেন, ইসলামিক রিলিফের প্রোগ্রাম অফিসার মোশারফ হোসেন, ফিল্ড অফিসার নূর মোহাম্মদ, সুমি বিশ্বাস, আব্দুল আওয়াল সরকার, সুর্বনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা বলেন, মানবাধিকার প্রতিটি ব্যক্তির বিকাশ লাভ এবং সামর্থ উন্নয়নের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। শিশুরাও এসব অধিকারের অর্ন্তভূক্ত। তাদের জন্য মানবাধিকারের অর্থ হলো নিরাপদ পরিবেশ, শিক্ষা, অবসর সময়, স্বাস্থ্যগত এবং সামাজিক ও রাজনৈতিক জীবনে অংশগ্রহণের সুযোগ। শিশুকে আত্মমর্যাদা শেখাতে হবে। নিজের মূল্য বুঝাতে হবে। সকলের সাথে মিলেমিশে থাকা শেখাতে হবে। এইদিকগুলো অবশ্যই পরিবারে, বিশেষ করে বাবা-মাকে নিশ্চিত করতে হবে। তাহলে শিশু বড় হবে আত্মশক্তি আর দায়িত্ববোধ নিয়ে। শিশুর বিকাশে পরিবার, বিদ্যায়ল, সমাজ, রাষ্ট্র সবাই এগিয়ে আসুক। শিশুদের উপযোগী সুন্দর একটি সমাজ হোক। সৃজনশীলতার সাথে শিশুরা বেড়ে উঠুক-এটাই আমাদের প্রত্যাশা।