Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর বিদ্যুৎ বোয়ালিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে অধিগ্রহণকৃত জমির সীমানা নির্ধারণ

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়ায় ওজোপাডিকোর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণকৃত ১একর জমির সীমানা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ২০শে নভেম্বর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণকৃত জমিতে সাইন বোর্ড স্থাপন ও লাল নিশান টানিয়ে সীমানা নির্ধারণ করা হয়। এ সময় জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহ্ মোঃ সজীব, রাজবাড়ী ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মঈন উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম, পাংশার আবাসিক প্রকৌশলী পরিমল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বোয়ালিয়ায় অধিগ্রহণকৃত এই জমিতে ৩৩/১ কেভি ২ী১০/১৩.৩৩ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রটি নির্মাণ করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড(ওজোপাডিকো), খুলনার ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প’র বাস্তবায়নে বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মিত হলে কালুখালী উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন হবে।