॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়ায় ওজোপাডিকোর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের জন্য অধিগ্রহণকৃত ১একর জমির সীমানা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ২০শে নভেম্বর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণকৃত জমিতে সাইন বোর্ড স্থাপন ও লাল নিশান টানিয়ে সীমানা নির্ধারণ করা হয়। এ সময় জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাহ্ মোঃ সজীব, রাজবাড়ী ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মঈন উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মইনুল ইসলাম, পাংশার আবাসিক প্রকৌশলী পরিমল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বোয়ালিয়ায় অধিগ্রহণকৃত এই জমিতে ৩৩/১ কেভি ২ী১০/১৩.৩৩ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রটি নির্মাণ করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিষ্ঠান ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড(ওজোপাডিকো), খুলনার ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্প’র বাস্তবায়নে বিদ্যুৎ উপকেন্দ্রটি নির্মিত হলে কালুখালী উপজেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন হবে।