Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা উন্নয়ন কমিটির সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৮ই নভেম্বর সকাল ১০টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে সভায় কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক ড. লুৎফর রহমান, বাংলাদেশ নৌ বাহিনীর লেঃ কমান্ডার মিজান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শন্তুরাম পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ও কমিটির অন্যান্য সদস্যগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, নির্বাচন কমিশনের পুনঃতফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য সকল জেলা প্রশাসককে রিটার্নিং অফিসার এবং সকল উপজেলা নির্বাহী অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার মনোনীত করায় ইতিমধ্যে নির্বাচনের সকল কর্মযজ্ঞ পুরোদমে শুরু হয়ে গেছে। সেই মোতাবেক যে সকল সরকারী কর্মকর্তাগণ নির্বাচনের দায়িত্ব পালন করবেন আমি আশা করব তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। যাতে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন করা সম্ভব হয়। এই নির্বাচনকালীন সময়ে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা করাসহ নির্বাচনী কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বিধানে জেলা পুলিশ মূল দায়িত্ব পালন করবে। পুলিশের পাশাপাশি আনসার-ভিডিপি বাহিনী, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে। সেই লক্ষ্যে সকলকে নির্বাচনকালীন সময়ে আচরণবিধি মেনে চলাসহ যার যার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।
তিনি বলেন, রাজবাড়ী শহরকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য ৩শত ২৮ কোটি টাকা ব্যয়ে ৪.৫ কিলোমিটার শহর রক্ষা বাঁধের স্থায়ীকরণের লক্ষ্যে ব্লক দিয়ে নদীর তীর সংরক্ষণের কাজ ইতিমধ্যে খুলনা শীপইয়ার্ডের তত্ত্বাবধানে শুরু হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় ৪.৭ কিলোমিটার ড্রেজিং করা হবে। যার উত্তোলিত বালু নদী তীরবর্তী যেসব জায়গা ভাঙ্গন কবলিত সেসব জায়গাসহ বাঁধের পাশের ছোট ছোট ডোবা বা খালসহ মরা পদ্মায় ফেলা হবে। আমরা আশা করি খুলনা শীপইয়ার্ড নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রকল্পের কাজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করবে। স্থায়ী ভাঙ্গন প্রতিরোধে ব্লক বসানোয় ক্ষতিগ্রস্ত জায়গায় এই শুস্ক মওসুমে যাতে মেরামত করা যায় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, আজকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের নির্দেশনা মোতাবেক মন্ত্রী পরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা প্রশাসনের রচনা ও প্রকাশনায় জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতায় সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খানের সম্পাদিত ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ নামক জেলা ব্র্যান্ডিং-বুক এর উন্মোচনা করা হলো। বইটিতে রাজবাড়ী জেলার ইতিহাস ও ঐতিহ্য, পর্যটন শিল্পের বিকাশ, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, অর্থনৈতিক সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় তুলে ধরার মাধ্যমে দেশের মধ্যে ও দেশের বাইরে এই জেলার নাম প্রচারে এক নবদ্বার উন্মোচিত হয়েছে। ইতিমধ্যে এই বইয়ের কপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগে প্রদান করা হয়েছে। যার মাধ্যমে রাজবাড়ী জেলার অনেক অজানা বিষয় সম্পর্কে অনেকেই জানতে পারবেন বলে আমি মনে করছি। প্রথম প্রকাশনা হিসেবে কিছু ভুল-ত্রুটি থাকবে এটাই স্বাভাবিক। আজকের প্রকাশিত বইয়েও কিছু ভুল রয়েছে যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি আশা করব সকলে এই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বইটির দ্বিতীয় সংস্করণে যাতে ভুলগুলো সংশোধন করে আরো নির্ভুলভাবে অধিক তথ্য সম্বলিতভাবে প্রকাশ করা যায় সেই চেষ্টা করা হবে। তিনি এই বই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এছাড়াও সভায় কয়েকদিন আগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলক্রসিং-এ ট্রেনের সঙ্গে জুট মিলের শ্রমিকবাহী অনুমোদন বিহীন স্যালোমেশিন দ্বারা তৈরী গ্রাম-বাংলা গাড়ীর সংঘর্ষে ৪জন শ্রমিক নিহত হওয়ার ঘটনা, মা ইলিশ আহরণ নিষেধাজ্ঞাকালীন সময়ের অভিযান, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণ ও উন্নয়নের কাজের অগ্রগতি, পৌরসভা কর্তৃক পৌর এলাকার মধ্যকার ফোরলেনের কাজের পাইপলাইন মেরামত, রাজবাড়ী সদর হাসপাতালের ২৫০ শয্যায় রূপান্তরকরণের কাজের অগ্রগতিসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বিষয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হস্তান্তর, রাজবাড়ী রেলস্টেশনের সামনের লেক সংস্কার, ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার বিভিন্ন বিষয়সহ অনুমোদন বিহীন ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত বিষয়, রাজবাড়ীর বিভিন্ন অনুমোদন বিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টরে মোবাইল কোর্ট পরিচালনা, জেএসি-জেডিসি ও কারিগরী পরীক্ষা সংক্রন্তা বিভিন্ন বিষয়, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জেলা ও উপজেলা মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের অগ্রগতি, টুঙ্গিপাড়া-রাজশাহী আন্তঃনগর ট্রেনের বহরপুর স্টেশনে স্টপেজ সংক্রান্ত বিষয় এবং জেলা ও উপজেলা রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম সংক্রান্ত বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
উল্লেখ্য, সভার শেষ পর্যায়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ‘পদ্মা কন্যা রাজবাড়ী’ নামে জেলার ব্র্যান্ডিং-বুক এর মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন শেষে সভায় উপস্থিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সকল সদস্যকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বইটি উপহার দেওয়া হয়।