Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে গাঁজা-ইয়াবাসহ ৩জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার পুলিশ গত ১৫ই নভেম্বর রাতে জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রাম থেকে গাঁজা ও ইয়াবাসহ ৩জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ বেতেঙ্গা গ্রামের মৃত শিশির মজুমদারের ছেলে সনাতন মজুমদার(২৮), আকমল সিকদারের ছেলে আজাদ সিকদার(৩৫) এবং মৃত বিনোদ চন্দ্র দে’র ছেলে বিপুল কুমার দে(৪০)। তাদের মধ্যে সনাতন মজুমদারকে ৫০ গ্রাম গাঁজা, আজাদ সিকদারকে ৬পিস ইয়াবা এবং বিপুল কুমার দে’কে ৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রেজাউল করিম, এএসআই সোহেল রানা এবং এএসআই সাইফুল ইসলামসহ থানা পুলিশের একটি দল বেতেঙ্গা গ্রামের একটি মেহগনী বাগান থেকে তাদেরকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল ১৬ই নভেম্বর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।