॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১৬ই নভেম্বর বিকেলে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি গোয়ালন্দ পৌরসভার ৩নং ওয়ার্ডের উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উজানচর ইউনিয়নের নবুওসিমদ্দিন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনকালে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিব উল্লাহ, গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ও উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকীর প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোট কেন্দ্র পরিদর্শনের পূর্বে জেলা প্রশাসক গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়ালন্দ পৌরসভা এলাকার ৬টি, উজানচর ইউনিয়নের ১০টি, দৌলতদিয়া ইউনিয়নের ৯টি, দেবগ্রাম ইউনিয়নে ৫টি, ও ছোটভাকলা ইউনিয়নে ৫টিসহ মোট ৩৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।