Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাত্যায়নী পূজামন্ডপ পরিদর্শন

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ গতকাল ১৬ই নভেম্বর রাতে পাংশা পৌরসভার সত্যজিৎপুর পালপাড়ার দু’টি এবং মৈশালা ঋষিপাড়া কাত্যায়নী পূজামন্ডপ পরিদর্শন করেন।
জানা যায়, ৫দিন ব্যাপী কাত্যায়নী পূজার গতকাল শুক্রবার ছিল মহানবমী। সন্ধ্যায় সন্ধিপূজা শেষে আড়তি অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সহ-সভাপতি এ্যাডভোকেট ভজ গোবিন্দ দে, সহ-সভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কার্তিক সাহা, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী চন্ডী চরণ ঘোষ, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দে, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা ইয়াসমীনসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ পূজামন্ডপ পরিদর্শন করেন।
কাল শনিবার বিজয়া দশমীতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী কাত্যায়নী পূজা উৎসব সমাপ্ত হবে। গত ১৩ই নভেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাত্যায়নী পূজা উৎসব শুরু হয়।