Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মানিকগঞ্জের অভিযানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২টি ফেরীর ক্যান্টিন মালিককে জরিমানা

॥স্টাফ রিপোর্টার॥ দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরীতে নিম্নমানের খাবার পরিবেশন ও উচ্চমূল্য নেয়ার অভিযোগ অনেক পুরনো। ফেরীর ক্যান্টিনে খাবারের মান ভালো রাখতে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে তৎপর হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৫ই নভেম্বর সকালে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের একটি টিম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ২টি ফেরীর ক্যান্টিনে অভিযান চালিয়ে ৬৫হাজার টাকা জরিমানা করাসহ পঁচা ও বাসী খাবার জব্দ করেছে।
ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুবেল জানান, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে পরিচালিত অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি অবৈধ পদ্ধতিতে খাদ্যপণ্য প্রক্রিয়াকরণ এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় খান জাহান আলী ফেরীর ক্যান্টিনের মালিককে ৪০ হাজার টাকা ও ভাষা সৈনিক বরকত আলী ফেরীর ক্যান্টিনের মালিককে ২৫হাজার জরিমানা করা হয়েছে। এ অভিযানে আরও ২টি ফেরীর ক্যান্টিন মালিককে সতর্ক করা হয়েছে।
ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জের অভিযানে বিআইডব্লিউটিএ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও থানা পুলিশ সহযোগিতা করে।