Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রবীন্দ্র নাথের কাচারীবাড়ী ও বগুড়ার মহাস্থানগড়ে রাজবাড়ী সরকারী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষা সফর

॥চঞ্চল সরদার॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারীবাড়ী ও বগুড়ার মহাস্থানগড়ে ১দিনের শিক্ষা সফর করে এলো রাজবাড়ী সরকারী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
গত ১৪ই নভেম্বর সকাল সাড়ে ৭টায় কলেজ প্রাঙ্গন থেকে ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষক এবং ৩য় বর্ষের ছাত্র-ছাত্রীরা রিজার্ভ বাসযোগে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা দেয়। জৌকুড়া ফেরী ঘাট হয়ে পাবনা জেলার মধ্য দিয়ে বাসটি দুপুরে রবীন্দ্রনাথের কাচারীবাড়ীতে পৌঁছায়। সেখানে পৌঁছে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারীবাড়ী ঘুরে দেখে। এরপর মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকালে সেখানে পৌঁছে প্রতœতাত্ত্বিক নিদর্শনসহ দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার পর রাজবাড়ীর উদ্দেশ্যে ফিরতি যাত্রা করে। রাত ১১টার দিকে শিক্ষা সফরের বাসটি রাজবাড়ী এসে পৌঁছে।
কলেজের উপাধ্যক্ষ আহম্মেদ আলী, ইতিহাস বিভাগের প্রধান রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আক্তার হোসেন, প্রভাষক আব্দুল আলিম ও আমিনুল ইসলামসহ ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ৪৯জন ছাত্র-ছাত্রী এই শিক্ষা সফরে অংশগ্রহণ করে।