Site icon দৈনিক মাতৃকণ্ঠ

প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষা উপলক্ষে গোয়ালন্দের শিক্ষকদের ব্রিফিং অনুষ্ঠিত

॥এম.এইচ আক্কাছ॥ আসন্ন প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৫ই নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে শিক্ষকদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান, ভূমি অফিসার আব্দুল্লাহ আল মামুন, বিআরডিবি অফিসার মনিরুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, চরবালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এ বছর গোয়ালন্দ উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২হাজার ৯২৯জন ছাত্র-ছাত্রী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
কেন্দ্রগুলো হলো ঃ দৌলতদিয়া কেকেএস সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবগ্রাম চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, ছোটভাকলা চর বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, উজানচর জামতলা উচ্চ বিদ্যালয় ও পৌরসভার উজানচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়।