Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বিএনপি’র একাংশের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান॥ বিগত ৫বছরে দলীয় কর্মকান্ডে অংশ নেননি এমনকি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতেও কোন আন্দোলন সংগ্রাম করেননি এমন ব্যক্তিও এখন বিএনপির মনোনয়নের জন্য ঘোরাঘুরি করছেন। এমন ব্যক্তিকে দলীয় মনোনয়ন না দেয়ার জন্য আমরা কেন্দ্রে জানাবো।
গতকাল ১২ই নভেম্বর সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলা বিএনপির(খালেক-আসলাম) একাংশের আয়োজনে খানখানাপুরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অডঃ এম.এ খালেক এ কথা বলেন।
তিনি বলেন, আমরা এই ৫বছরে কেন্দ্রীয় সকল কর্মসূচী পালন করেছি। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে আছেন। তার মুক্তির দাবীতে আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় কোন প্রোগ্রাম করেননি এবং অংশও নেননি।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব নেই(খালেক-আসলাম গ্রুপ)। আমি নিজেও মনোনয়নের আবেদন ফরম কিনবো। এডঃ আসলামও কিনবে। আমাদের মধ্যে নমিনেশন যেই পাক আমরা তার পক্ষে কাজ করবো এবং রাজবাড়ী-১ আসনটি পুনরুদ্ধার করবো।
রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ মোঃ আসলাম মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, যুগ্ম-সম্পাদক গোলাম কাশেম, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, দপ্তর সম্পাদক খন্দকার নুরুল নেওয়াজ, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান লাল, সহ তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হাসান আরিফ, জেলা বিএনপির সদস্য আব্দুর রব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, স্বেচ্ছাসেবক দলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুবেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুল ইসলাম মনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, ছাত্র নেতা ফরিদুর রহমান ফরিদসহ জেলা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ আসলাম মিয়া বলেন, দলের মধ্যে বিভাজন তৈরী করে রেখেছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তিনি আরো বলেন, কিছুদিন আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদও দলের মধ্যে বিভাজন করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে আমাদের মাঝে ফিরে এসেছেন।