Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জীবন বীমা কর্পোরেশন কর্তৃক মরণোত্তর দাবীর চেক হস্তান্তর

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাষ্ট্রায়ত্ব জীবন বীমা কর্পোরেশন রাজবাড়ী শাখার আয়োজনে গতকাল ১১ই নভেম্বর বেলা সাড়ে ১১টায় ‘আর্থ-সামাজিক উন্নয়নে জীবন বীমা কর্পোরেশন’ শীর্ষক আলোচনা সভা ও মরণোত্তর দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠান রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বীমা দাবীর চেক হস্তান্তর করেন জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসের জেনারেল ম্যানেজার(যুগ্ম-সচিব) অমল কৃষ্ণ মন্ডল। অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম আজম ও জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসের ম্যানেজার(দাবী) মোঃ ওয়াজেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সানোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসারগণ, কালেক্টরেটের সহকারী কমিশনারগণ, জীবন বীমা কর্পোরেশনের রাজবাড়ী শাখার ম্যানেজার (উন্নয়ন) তাপস কুমার দত্ত, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ও সভাপতিসহ বক্তাগণ রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশনের বীমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে জীবন বীমা কর্পোরেশনের সুবিধামতো পলিসি গ্রহণের অনুরোধ জানান।
আলোচনা সভার শেষে রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের দক্ষিণ ভবাণীপুর নিবাসী ব্যবসায়ী মৃত লুৎফর রহমানের স্ত্রী রোকেয়া বেগমের হাতে মরণোত্তর বীমা দাবীর ৯লক্ষ ৩২হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।