Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে —রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল ১০ই নভেম্বর বিকালে জাহানারা বেগম ডিগ্রী কলেজের মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী সরদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ, মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন, মাঝবাড়ী ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন আক্তারুজ্জামান মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরে বলেন, যাদের লোক নেই-তারাই বেশী লাফালাফি করে। বর্তমান সরকার আগের নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তার থেকে বেশী কাজ বাস্তবায়ন করেছে। মাঝবাড়ী ইউনিয়নে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। সমাজের অসহায় ব্যক্তিদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতা প্রদান করা হচ্ছে। এই সরকার উন্নয়নের রোল মডেল তৈরী করেছে। দেশ নিম্ন আয়ের থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। আগামী ২৩শে ডিসেম্বর উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে এমপি মোঃ জিল্লুল হাকিমের হাত দিয়ে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করা হবে। কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।