Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে — রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল ৯ই নভেম্বর বিকেলে পূজা পুনর্মিলনী-২০১৮ অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অবসরপ্রাপ্ত মেজর সুনিল কুমার সরকার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রোটারীয়ান উত্তম কুমার কুন্ডু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু। ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পক্ষে শৈলেন্দ্র নাথ বিশ্বাস বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন আইডিয়াল গার্লস কলেজের প্রভাষক লিটন কুমার বিশ্বাস।
প্রধান অতিথি এমপি মোঃ জিল্লুল হাকিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে উন্নয়নের মহাসড়কে উঠিয়েছেন। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হবে। আর এ জন্য সকলে মিলে নৌকার পক্ষে কাজ করতে হবে।
এমপি মোঃ জিল্লুল হাকিম আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। বিএনপি-জামাত জোট ক্ষমতায় থাকলে জঙ্গী তৎপরতা বৃদ্ধি পায়। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার গুরুত্বারোপ করেন তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজের জন্য আশির্বাদ ও সহযোগিতা কামনা করে পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দিরের দোতলা নাট মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধান অতিথি জিল্লুল হাকিম,এমপি।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফী উদ্দিন পাতা, পাংশা পৌরসভার কাউন্সিলর লাবলু বিশ্বাস ও বাদশা মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার বেগম ও ডলি রাণী দেবদাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সেনগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কার্তিক সাহা, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দে এবং পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও পাংশা স্টেশন বাজার কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম বসাকসহ উপজেলা পূজা উদযাপন পরিষদ, পৌরসভা পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমান পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব শেষে পূজা উদযাপন পরিষদ এবং পূজা মন্ডপের নেতৃবৃন্দের সমন্বয়ে পূজা পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে।