॥আবুল হোসেন॥ রাজবাড়ী-১ আসন তথা গোয়ালন্দে এই সরকারের আমলে ফায়ার সার্ভিস, ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল কলেজসহ উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ, শতভাগ বিদ্যুতায়ন, রাস্তা-ঘাটের ব্যাপক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে সরকার গঠন করতে পারলে গোয়ালন্দে আধুনিক অডিটোরিয়াম, শিশু পার্ক নির্মাণসহ দ্বিতীয় পদ্মা সেতুর কাজও শুরু করা হবে। এই উন্নয়ন অব্যাহত রাখতে নিজেদের মধ্যকার সকল ভেদাভেদ ভুলে যিনিই নৌকার প্রার্থী হন তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গত ৮ই নভেম্বর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এই আহ্বান জানান। এ সময় তিনি উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে নৌকা মার্কার পক্ষে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।
কর্মসূচীর অংশ হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ এবং জামতলা হাটের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডে নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে অংশ নেন।
এসব কর্মসূচীতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজু, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিরষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিনয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।