Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জেলা পর্যায়ে শিল্পের শহর কর্মসূচীর আওতায় রাজবাড়ীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সন্ধ্যায় শহরের রেলওয়ে আজাদী ময়দানের মুক্তমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। অন্যান্যের মধ্যে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিঃ আমজাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, রাজবাড়ী শহর গান-শিল্প ও সংস্কৃতির শহর। সংস্কৃতিতে অনেক সমৃদ্ধ। এই ঐতিহ্য ধরে রেখে সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করতে হবে। আলোচনা সভার শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ‘জেলা পর্যায়ে শিল্পের শহর’ কর্মসূচীর আওতায় লিয়াকত আলীর লাকী’র ভাবনা ও পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।