Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় কৃষকের মাঝে সার বীজ ও ঔষধ বিতরণ

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ৮ই নভেম্বর দুপুরে প্রদর্শনী কৃষক পর্যায় উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ২২ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ঔষধ বিতরণ করা হয়।
এ সময় পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার ও কৃষি সম্প্রসারণ অফিসার কাজী এজাজুল করিমসহ সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার জানান, এর আগে রবি/২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৯৯৫ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে ফলন বাড়ানোর জন্য ৮জন পেঁয়াজ ও সরিষা চাষির মাঝে বিনামূল্যে মৌবক্স বিতরণ করা হবে।