Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে র‌্যালী অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)’র রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ৮ই নভেম্বর সকালে বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আইডিইবি কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে প্রধান সড়ক দিয়ে রেলগেট প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌশলী আঃ রাজ্জাক মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক ও অন্যান্যের মধ্যে রাজবাড়ী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চীফ ইনস্ট্রাক্টর সাজ্জাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পথসভা সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মেহেদী মিল্লাত।
এ সময় সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী সাজ্জাদ আরেফীন, রাজবাড়ী বেসরকারী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক আশিক মাহমুদসহ সদস্য প্রকৌশলীগণ ও বিভিন্ন পলিটেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নকে বেগবান করতে বহুমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে। যার মধ্যে কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উপলদ্ধি করতে পেরেছেন দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে কারিগরি শিক্ষার কোন বিকল্প নাই। আর সেই জন্যই দেশের প্রতিটি উপজেলায় একটি করে ভকেশনাল ও দেশের প্রতিটি জেলায় একটি করে পূর্ণাঙ্গ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ বাস্তবায়ন করছেন। তারই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলায় একটি পূর্ণাঙ্গ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়টি অনুমোদিত হয়েছে। যার কাজ কিছু দিনের মধ্যেই শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়াও প্রতিটি উপজেলায় একটি করে ভকেশাল ইনস্টিটিউট বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে।
তিনি আরো বলেন, আমাদের সকলের উচিত বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়াসহ দেশকে উন্নত করতে যার যার স্থান থেকে সম্মিলিতভাবে কাজ করা।
উল্লেখ্য, র‌্যালীর পূর্বে প্রধান অতিথিসহ অন্যান্যরা বেলুন উড়িয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্বোধন করেন।