Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ভবদিয়ায় আলহাজ্ব আব্দুল করিম হাইস্কুলে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় আলহাজ্ব আব্দুল করিম হাইস্কুলে পরিবার কল্যাণ ও স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ই নভেম্বর দুপুরে বিদ্যালয়টির মিলনায়তনে বেসরকারী সংগঠন ডিপা ও এস.এন.ইউ এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান।
এস.এন.ইউ.এস’র পরিচালক তাহমিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মাদ মাহ্মুদ হাসান খান, এনজিও ফেডারেশন রাজবাড়ীর সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু। সভায় আলহাজ্ব আব্দুল করিম হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আসজাদ হোসেন আরজু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন বিশ্বাস, ডিপার কো-অডিনেটর তুষার কান্তি রায় ও এস.এন.ইউ.এস’র সবুর হোসেন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান বলেন, দেশ এখন উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাপিত হচ্ছে। সে কারনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিকালের স্বাস্থ্যসেবা বিষয়টি শিক্ষা জীবনেই সকলের জানা দরকার। সামাজিক কুসংস্কার বাল্যবিবাহ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে আমাদের সবাইকে জানতে হবে। যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আজকের আলোচনায় উপস্থিত সবাই উপকৃত হবে বলে আমি মনে করি। সরকারের সহযোগি সংস্থা হিসেবে এনজিওরাও সমাজ উন্নয়নে অবদান রাখছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মাদ মাহ্মুদ হাসান খান বলেন, কিশোরী বয়সেই স্বাস্থ্য সম্পর্কে সবাইকে আন্তরিক হতে হবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে ডাক্তার ও পরিবারের সদস্যদের সাথে আলাপ আলোচনা করতে হবে। যথাযথভাবে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে হবে।
এনজিও ফেডারেশনের সভাপতি মোঃ লুৎফর রহমান লাবু বলেন, সরকারের উন্নয়নের সাথে বেসরকারি সংগঠনও আন্তরিকভাবে কাজ করছে। রাজবাড়ীতে সরকারী দপ্তরের সাথে আমরা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে আমরাও কাজ করে যাচ্ছি।
আলোচনা সভা শেষে উপস্থিত নারী সদস্যদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ে একটি স্যানিটারি ন্যাপকিন কর্ণার উদ্বোধন করা হয়। এ স্যানিটারী কর্ণার থেকে বিদ্যালয়ের ছাত্রীরা স্বাস্থ্য উপকরণসহ স্যানিটারী ন্যাপকিন ব্যবহার করতে পারবে।