Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আনসার-ভিডিপি সামাজিক উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে —রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ-২০১৮ গতকাল ৭ই নভেম্বর সকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূখ্য আলোচক রাজবাড়ী জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট সদন চাকমা ও বিশেষ অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ ইসরাফীল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি জিল্লুল হাকিম এমপি জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমানে আর্থ সামাজিক উন্নয়নে ও আনসার-ভিডিপির সদস্যদের অবদান রয়েছে। বৃক্ষরোপন, হাঁস-মুরগী পালন, শেলাই প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যরা সামাজিক উন্নয়ন ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার গুরুত্বারোপ করেন তিনি। পাংশায় আনসার ও ভিডিপির সমাবেশে দাপ্তরিক কার্যক্রমের তথ্য জেনে সন্তোষ প্রকাশ করেন প্রধান অতিথি জিল্লুল হাকিম এমপি।
মূখ্য আলোচক জেলা কমান্ড্যান্ট সদন চাকমা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রখে স্বাধীনতা বিরোধী চক্র যাতে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য আনসার ও ভিডিপির কর্মকর্তা, দলনেতা-দলনেত্রীসহ সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার পাশাপাশি, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের অবস্থান সম্পর্কে গোপনে তথ্য প্রদানের আহবান জানান।
বিশেষ অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। দেশের সার্বিক উন্নয়নে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান তিনি। স্বাগত বক্তব্যে পাংশা উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ ইসরাফীল হোসেন বলেন- শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে আনসার বাহিনী ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারী যাত্রা শুরু করে। আজ বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ সু-শৃঙ্খল বাহিনী হিসেবে দৃঢ় প্রত্যয়ে কার্যক্রম পরিচালনা, আর দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অসামান্য অবদান রেখেছেন। মুজিবনগর সরকারকে সর্বপ্রথম গার্ড অব অনার প্রদান করে আনসার বাহিনীর ১২জন সদস্য। তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখায় ১৯৯৮ সালের ১০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে জাতীয় পতাকা প্রদান করেন। তরুণ সমাজকে কারিগরিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরীতে এই বাহিনী স্বীকৃতির দাবিদার। এছাড়া নারীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এই বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির হাবাসপুর দলনেতা সহিদুল ইসলাম ও পাট্টা ইউপির দলনেত্রী ছবি রানী সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, কালুখালী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন, পাংশা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক ঈদুল তালুকদার, প্রশিক্ষিকা সৈয়দা শাহানা সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, ইউনিয়ন পর্যায়ের আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আনসার ও ভিডিপি কার্যক্রমে সফলতার জন্য ২৫জনকে পুরস্কার এবং অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন আনসার ও ভিডিপির সদস্য রিয়াজ খান।