Site icon দৈনিক মাতৃকণ্ঠ

হতদরিদ্র মানুষের ঘর নির্মাণ করে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা —এমপি মোঃ জিল্লুল হাকিম

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০১৭-২০১৮ অর্থবছরে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীন ‘যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ কার্যক্রমের ৩০৮টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। গতকাল ৭ই নভেম্বর দুপুরে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে সুবিধাভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে চাবি হস্তান্তর করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ এবং স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। ইউপি চেয়ারম্যানদের মধ্যে মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক এবং সুবিধাভোগী পরিবারের মধ্যে বাবুপাড়া ইউপির মমতা রাণী ও পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের কফিল উদ্দিন মোল্লা বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। সারাদেশে হতদরিদ্র মানুষের ঘর নির্মাণ করে দিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা। এ জন্য আমাদের উচিত তার প্রতি শোকরিয়া জানানো। তার জন্য দোয়া করা এবং তাকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত সকলের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি। এসময় অনুষ্ঠানে উপস্থিত প্রকল্পের সুবিধাভোগী নারী-পুরুষ সকলে হাত উঁচু করে নৌকা প্রতীকে ভোট প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গত বছরের চেয়ে এবারে পাংশা উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে বেশী সংখ্যক ঘর নির্মাণ করা হয়েছে। গত বছরে ছিল ২০৬টি এবারে ৩০৮টি পরিবারের ঘর নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড সাদীয়া শাহনাজ খানম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো), হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম মন্ডল, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, পাংশা উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা সুমী, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার, উপজেলা সমবায় অফিসার এস.এম কামরুন্নাহার, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।