Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বহরপুর স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন থামানোর দাবীতে মানববন্ধন

॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ সম্প্রতি চালু হওয়া রাজশাহী থেকে গোপালগঞ্জ পর্যন্ত চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস(বঙ্গমাতা এক্সপ্রেস) ট্রেনটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলস্টেশনে থামানোর দাবীতে গতকাল ৭ই নভেম্বর সকালে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
স্থানীয় সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আয়োজনে বহরপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধন চলাকালে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি বহরপুর রেলস্টেশনে নিয়মিত থামানোর জন্য রেলমন্ত্রীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখেন সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের আহ্বায়ক এস.এম হেলাল খন্দকার, বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি শিকদার, এম.এ কুদ্দুস, শাহজাহান মিয়া, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের জেলা কমিটির সভাপতি লিটন আক্তার পলাশ প্রমুখ।