Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে আশ্বিনা ঝড়ে কৃষি খামারের ব্যাপক ক্ষয়-ক্ষতি

॥মনির হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাতে গত ৫ই নভেম্বর রাতের আচমকা আশ্বিনা ঝড়ে কৃষি খামারের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার মোঃ মাছিদুর রহমান জানান, এই আচমকা আশ্বিনা ঝড়ে ধান, কলা, সবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে জরিপ না করায় তিনি ক্ষয়-ক্ষতির পরিমাণ উল্লেখ করতে পারেননি।
বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের কলা চাষী তালেব মন্ডল জানান, ঝড়ে তার একটি কলা বাগানের ৫শতাধিক গাছ ভেঙ্গে গেছে। এতে তার প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
কৃষ্ণনগরের কৃষক আব্দুল কুদ্দস জানান, ঝড়ে তার ধানের ফুল নষ্ট হয়ে গেছে। ফলে ধান চিটায় পরিণত হবে।
মদাপুরের নার্সারী মালিক আব্দুর রশিদ জানান, ঝড়ের কারণে তার নার্সারীর লক্ষাধিক টাকার কলমের চারা নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্তরা এ ব্যাপরে কৃষি বিভাগের সহায়তা কামনা করেছে।