Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগের কেন্দ্র কমিটি গঠন

॥রফিকুল ইসলাম॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৬ই নভেম্বর বিকালে হেলিপ্যাডের এলাকায় নির্বাচনী কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত এবং শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী ও জেলা আওয়ামী লীগের সদস্য রেবেকা সুলতানা সাজু।
প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী এবং বিশেষ বক্তা হিসেবে পৌর আওয়ামী লীগের সভাপতি পিপি এডঃ মোঃ উজির আলী শেখ বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা আলম, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ দেবাদাস চক্রবর্তী পুলক, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। শেখ হাসিনা নারীদের জন্য অনেক উন্নয়ন করেছেন। বর্তমান সরকার শহর ও গ্রামের উন্নয়ন একইভাবে করেছে। গ্রামের মানুষও উন্নয়নের সুফল পাচ্ছে। রাস্তাঘাট পাকা হয়েছে, প্রায় শতভাগ এলাকায় বিদ্যুৎ পৌঁছে গেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ভাতার আওতা ও পরিমাণ বাড়ানো হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বিএনপি-জামাতের সময় তারা দেশের জন্য কোন কাজই করেনি। শুধু লুটপাট করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীকে হত্যা-নির্যাতন করেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।