Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নারীরা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন—সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী

॥রফিকুল ইসলাম॥ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ৬ই নভেম্বর বিকালে সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজের মাঠে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী।
খানখানাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বদরুন্নেছা বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নিলুফার বেগম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ মিসেস শাহানা বেগম।
অতিথি হিসেবে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম লাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির আলী মোল্লা, অন্যান্যের মধ্যে সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ আঃ রহিম মোল্লা, খানখানাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী বিশ্বাস, ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা শামেলা বেগম ও ৩নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর পুত্র রাজীব চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাজীব ও শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, নারীরা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি নারীদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা-স্বামী পরিত্যাক্তা ভাতা, ছাত্রীদের উপবৃত্তি দিচ্ছেন। নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। বছরের প্রথম দিনেই কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে, যা বিশ্বে বিরল। ১১লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে খাওয়াচ্ছেন। মানুষের সেবা করার জন্য তিনি মাদার অব হিউম্যানিটি উপাধি পেয়েছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বয়ষ্ক ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতা বাড়ানো হয়েছে। সবাইকেই পর্যায়ক্রমে সহায়তা করা হবে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। তার ভিশন অনুযায়ী ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবো। এ জন্য আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে।
তিনি আরো বলেন, নৌকার মনোনয়ন যেই পাবেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবো। তিনি নির্বাচনকে সামনে রেখে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।