Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর লাড়ীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের বেহাল দশা

॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের বেহাল অবস্থা বিরাজ করছে।
দীর্ঘদিন যাবৎ মাঠটিতে গর্ত থাকায় বর্ষা মৌসুমে পানি জমে এই বেহাল দশার সৃষ্টি হয়েছে। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না।
গতকাল ৩রা নভেম্বর সকালে সরেজমিনে পরিদর্শনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাশেম আলী বলেন, বিদ্যালয়ের পড়ালেখার মান অনেক ভালো। বিগত কয়েক বছর ধরে সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ করে আসছে। শিক্ষার্থীরা খেলাধুলায়ও মনোযোগী। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল খেলায় ২০১৬ সালে জেলার মধ্যে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা বিভাগে অংশগ্রহণ করে এবং ২০১৭ সালে জেলার রানার্স আপ হয়। গর্তটি ভরাট করা গেলে শিক্ষার্থীরা নির্বিঘেœ খেলাধুলা করতে পারবে। তাছাড়া দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা করা খুবই জরুরী। এ জন্য দ্রুত মাঠের গর্তটি ভরাট করা প্রয়োজন।
সাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আলী বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য গর্তটি ভরাট করা জরুরী। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।