Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন —রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম

॥রাকিবুল ইসলাম॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর বিকালে স্থানীয় রায়নগর মাদ্রাসা প্রাঙ্গনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় ৪নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এ সরকারের আমলে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, মসজিদ-মন্দিরসহ সকল স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এখন আর সার ক্রয়ের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর এ সকল সুবিধার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আতিউর রহমান নবাবের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকমল হোসেন বাচ্চুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস এবং পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আঃ জব্বার জুলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, আশরাফ সিদ্দিকী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ, সদস্য আমজাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মী সমাবেশে কালুখালী উপজেলা ও কালিকাপুরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।