Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে আ’লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

॥মাহফুজুর রহমান॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ৩রা নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, জাতীয় ৪নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আলহাজ্ব নুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুছ মোল্লা ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডলসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দী জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে নৃশংসভাবে হত্যা করা হয়।