Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে অন্তঃসত্তা স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেপ্তার

॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দিতে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী রাজু শেখ (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৩রা নভেম্বর ভোরে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরবহরপুর গোসাইপাড়া গ্রামের শওকত শেখের ছেলে।
মামলা সূত্রে প্রকাশ, ২০১৩ সালে রাজু শেখের সাথে একই ইউনিয়নের চরফরিদপুর গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে সাবিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে রাজু শেখ যৌতুক দাবী করে আসছিল। শ্বশুর দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় রাজু তার স্ত্রীকে কয়েকবার মারধর করে। সম্প্রতি বিদেশে যাওয়ার কথা বলে দেড় লক্ষ টাকা এনে দেয়ার জন্য স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে নির্যাতন করতে থাকে। গত ১১ই সেপ্টেম্বর ৯মাসের অন্তঃসত্তা স্ত্রীকে মারপিট করে টেনে-হিঁচড়ে শ^শুর বাড়ীতে নিয়ে যায় এবং সেখানেও স্ত্রী ও শ্বশুরকে মারপিট করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা সাবিনা খাতুন বাদী হয়ে স্বামী রাজু শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে রাজু পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৩রা নভেম্বর সকালে বালিয়াকান্দি থানার এস.আই হিরন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে রাজু শেখকে গ্রেফতার করে। গতকাল শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়।