॥রফিকুল ইসলাম॥ নবগঠিত ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর আয়োজনে গতকাল ২রা নভেম্বর সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর কৃতি সন্তান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ রকিব উদ্দিন আহম্মেদ। আরও বক্তব্য রাখেন ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সাধারণ সম্পাদক আহমেদ নিজাম মন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ শফিকুল আজম মামুন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, ক্যান্সার একটি মরণব্যাধি। ক্যান্সার মানে জীবনের সাথে যুদ্ধ। ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ক্যান্সার প্রতিরোধের জন্য আমাদেরকে সচেতন হতে হবে। ক্যান্সার আক্রান্তদের জন্য রাজবাড়ীতে যে সংগঠনটি করা হয়েছে আমি তাদের পাশে থাকবো। প্রধানমন্ত্রীর কাছে বলে এই সোসাইটির জন্য আমি একটি ফান্ড এনে দেব। ক্যান্সার রোগীদের কেমোথেরাপী দেওয়ার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে মেশিন আনার ব্যবস্থা করবো। সেখানে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থাও করা হবে।
প্রধান আলোচক ডাঃ মোঃ রকিব উদ্দিন আহম্মেদ বলেন, ক্যান্সার একটি ঘাতক ব্যাধি। এই রোগীর সংখ্যা ক্রমেই বেড়ে যাচ্ছে। ক্যান্সারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জনগণকে সচেতন করতে হবে। যে কোন ক্যান্সার বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ও জরায়ু মুখের ক্যান্সার শুরুতে শনাক্ত করতে পারলে রোগীকে সুস্থ করা সম্ভব হয়। ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো দরকার। ক্যান্সার প্রতিরোধের জন্য ধূমপান, তামাকজাত দ্রব্য, এলকোহল বর্জন করতে হবে। নিয়মিত খেলাধুলা করা খুবই দরকার। খাবার গ্রহণের ব্যাপারে সচেতন হতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। তাহলে ক্যান্সার থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে। ক্যান্সার সোসাইটি চাইলে আমি প্রতি মাসে এসে বিনামূল্যে কেমোথেরাপীসহ অন্যান্য চিকিৎসা দিয়ে যাব।
তিনি ক্যান্সারের বিভিন্ন পূর্ব লক্ষণ তুলে ধরেন(নারীদের ব্রেস্টে বা অন্য কোথাও চাকা হওয়া, মাসিকের অনিয়ম বা অতিরিক্ত ব্লিডিং, দীর্ঘদিনেও ঘা না শুকানো, প্রস্রাব/কাশির সাথে রক্ত বের হওয়া, মলত্যাগের স্বাভাবিক অবস্থার পরিবর্তন, হঠাৎ কণ্ঠস্বর ভেঙ্গে যাওয়া বা পরিবর্তন হওয়া, শরীরের তিলের আকার বা রঙের পরিবর্তন ইত্যাদি) এবং এসব দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও রাজবাড়ীর ক্যান্সার রোগীদের সহায়তার লক্ষ্যে কিছুদিন পূর্বে সংগঠনটি গঠন করা হয়। বর্তমানে সংগঠনের ফান্ড গঠনের কার্যক্রম চলছে। যে কেউ ১০হাজার টাকার বিনিময়ে সংগঠনের আজীবন হতে পারবেন। ইতিমধ্যে ৭জন আজীবন সদস্য হয়েছেন এবং ৩জন ৫০হাজার টাকা করে অনুদান দিয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।