॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে ২০১৮-২০১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে
গতকাল ১লা নভেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রধান অতিথি হিসেবে মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি এসব কৃষকদের হাতে বীজ ও রাসায়নিক সার তুলে দেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি ও উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দিন শেখ জানান, ২০১৮-২০১৯ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার ও এবং ১ কেজি করে সরিষার বীজ বিতরণ করা হয়েছে।