॥স্টাফ রিপোর্টার॥ রাজনৈতিক আক্রোশের শিকার ও প্রতিবাদ করায় রাজবাড়ী জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের সাব্বির হোসেন (২২) নামের এক যুবককে বেধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। সে একই ইউনিয়নের উড়াকান্দা গ্রামের সরোয়ার মন্ডল ও এমএসটি নাজমা বেগমের ছেলে।
গত ৩০শে অক্টোবর ২০১৮ দুপুরে উড়াকান্দার চৌরাস্তার মোড়ে বেড়িবাঁধের উপর তাকে মারপিট করা হয়। আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সাথে তার ভাই রাব্বি মন্ডলকেও মারপিট করা হয় ও তাদের বাড়িঘর ভাংচুর করা হয়।
চিকিৎসাধীন সাব্বির হোসেন জানান, রাজনৈতিক মিছিলে যোগ দেওয়ায় ওই দিন সকালে উড়াকান্দা এলাকার জিয়া, জিন্নাত, মজনু, সবুজসহ আরও কয়েকজন তার ভাই রাব্বিকে মারপিট করে ৭শত টাকা কেড়ে নেয়। এ বিষয়ে জানার জন্য উল্লেখিতদের কাছে গেলে তারা কাঠের বাটাম ও ব্যাট দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তাকে জখম করে এছাড়াও তার বাড়িতে হামলা চালানো হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।