Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বরাট ইউনিয়ন কৃষকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

॥শিহাবুর রহমান/চঞ্চল সরদার॥ মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার কৃষকের সরকার। আওয়ামীলীগ কৃষকের বন্ধু। দেশ স্বাধীনের পর এদেশের মানুষ ছিল সাড়ে ৭ কোটি। তখন দেশে খাদ্যে ঘাটতি ছিল। এখন ১৬ কোটি মানুষ। তারপরও খাদ্যে ঘাটতি নেই। কারণ আগে এক বিঘা জমিতে ধান হতো ১০ থেকে ১৫মন। আর এখন আমাদের সরকারের প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এক বিঘা জমিতে ধান হচ্ছে ৪০মন। কৃষকরাই আমাদের দেশটাকে বাঁচিয়ে রেখেছেন।
গতকাল ১লা নভেম্বর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট একতা ক্লাব মাঠে ইউনিয়ন কৃষক লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে মরতে হয়েছে। আর আওয়ামী লীগের আমলে কৃষক বিনামূল্যে সার পায়। সারের জন্য এখন আর দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। এটাই আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে পার্থক্য। এদেশকে যদি বাঁচাতে চান তাহলে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
বরাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আঃ কাদের মুন্সির সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী রেবেকা সুলতানা, রাজবাড়ী জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আবু বককার খান ও সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মেছের আলী খান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে বরাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন শেখ, বরাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরজাদ হোসেন আরজু, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আসাদুজ্জামান চৌধুরী আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।