Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-ফরিদপুর রেলপথে বৈকালিক ট্রেন চলাচল শুরু॥উদ্বোধন করেলেন শিক্ষা প্রতিমন্ত্রী

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী-ফরিদপুর-রাজবাড়ী রেলপথে বৈকালিক ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। গতকাল ১লা নভেম্বর সন্ধ্যা ৬টা ২৫মিনিটে রাজবাড়ী রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে ট্রেনটির উদ্বোধন করেন শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী,এমপি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, শিক্ষা প্রতিমন্ত্রীর সহধর্মিনী মিসেস রেবেকা সুলতানা সাজু, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হানিফ ও রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার কামরুজ্জামান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ মোসলেম উদ্দিন ফকির।
রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার কামরুজ্জামান জানান, ইতিপূর্বে রাজবাড়ী-ফরিদপুর রুটে একটি ট্রেন চলাচল করতো। এখন থেকে এ রেলপথে দুইটি ট্রেন চলাচল করবে। বৈকালিক ট্রেনটি বিকেল ৫টা ১৫মিনিটে রাজবাড়ী স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত পৌনে ৯টায় রাজবাড়ীতে ফিরে আসবে। এছাড়া সকালের ট্রিপ পূর্বের সময়ই চলাচল করবে।
উল্লেখ্য, ফরিদপুর-রাজবাড়ী ও কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথে ২৪ঘন্টায় ৩টি ট্রেন চালুসহ ৩ দফা দাবীতে গত ২৬শে অক্টোবর রেলযাত্রা করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ওইদিন সকাল ৯টায় ফরিদপুর রেলস্টেশন থেকে এ রেলযাত্রা শুরু হয়। ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা সিপিবির আয়োজনে রেলযাত্রাটি ভাটিয়াপাড়া রেলস্টেশনে গিয়ে শেষ হয়।